কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ফলজ, বনজ, ঔষধিসহ বিভিন্ন জাতের ১ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। দরিয়া নগর থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে গাছ গুলো রোপণ করা হবে।
এরই অংশ হিসবে বুধবার (১০ জুন) মেরিন ড্রাইভের ৭ কিমি রাস্তায় ১০ হাজার চারা গাছ রোপন উদ্বোধন করেন কউক চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ। এ সময় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর , বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, মননীয় প্রাধানমন্ত্রীর নির্দেশে এসব গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে।পরে এলাকা ভিত্তিক গাছগুলোর পরিচর্যার জন্যে স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় জনগোষ্ঠীকে দায়িত্ব দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এরমধ্যে প্রাধানমন্ত্রীর নির্দেশেক্রমে কক্সবাজার সমুদ্র সৈকতের জীব বৈচিত্র্য রক্ষার্থে কয়েকটি স্থান নির্দিষ্ট করে সংরক্ষণের জন্য ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লাল কাঁকড়া, কাছিম, সমুদ্রলতা, ডলফিন এর জন্যে স্থানীয় জনসাধারণ ও পর্যটক চলাচল সীমিত করা হয়েছে। এছাড়াও বনবিভাগ যেগুলো পরিকল্পনা নিয়েছে সেগুলো বাদে তাদের সাথে সমন্বয় করে ঝাউ গাছ ও অন্যান্য গাছ লাগানো হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস/জে ইউ