করোনা উপসর্গ নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তার (৭১) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৯ জুন রাত নয়টার দিকে তিনি মারা যান।মৃত্ ব্যক্তি গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় বসবাস করতেন। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত দুই রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর-কাশি-শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওই কর্মকর্তা গত ৮ জুন রাত ৯ টার দিকে হাসপাতালের আইসোলশন ইউনিটে ভর্তি হন। ভর্তির ২৪ ঘন্টা পর মঙ্গলবার (৯ জুন) রাত নয়টার দিকে তিনি মারা গেছেন। হাসপাতালের আইসোলেশন ইউনিটে দ্বিতীয় রোগী মৃত্যুর ঘটনা এটি। এর আগে গত ৪ জুন সন্ধা ৭ টার দিকে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর মাঝিবাড়ি এলাকার এক ব্যক্তি (৫০) মারা গেছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ও ফোকাল পারসন ডা. তপন কান্তি সরকার বলেন, গত ৮ জুন রাত ৯ টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলশন ইউনিটে ভর্তি হন এবং ৯ জুন (মঙ্গলবার) রাত নয়টার দিকে মারা গেছেন। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
আনন্দবাজার/শাহী