ঢাকা | রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউকে না পেয়ে মুখে অগ্নি দিলেন স্ত্রী, সৎকারে এগিয়ে এলেন মুসলিমরা

করোনার উপসর্গ নিয়ে ড. দেবাশীষ দাস (৫২) নামে এক গার্মেন্টস কর্মকর্তা ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালে মারা গেছেন। তার স্ত্রী উমা রানি দাস ময়মনসিংহের সহকারী জেলা ও দায়রা জজ। স্বামীর মৃত্যুর পর বেশ ভালো বিপাকে পড়েন উমা রানি। শশ্মানে তার স্বামীর শেষকৃত্য করার জন্য পরিবার অথবা নিকটজন কেউ আসেনি!

ড. দেবাশীষ ঢাকার ফকিরা গ্রুপের গার্মেন্টস বিভাগের এইচআর বিভাগের প্রধান ছিলেন। তার বাড়ি সাভারের শিমুলিয়ায়। মৃত্যুর পরে দেবাশীষের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

জানা গেছে, ড. দেবাশীষ দাসের সৎকারে নিতে হয়েছে মুসলামান ভাইদের সাহায্য। সৎকার করতে এগিয়ে আসেন ইউছুফ আলীসহ কয়েকজন সমাজকর্মী। উমা দাস ও দেবাশীষ দাসের একটি মাত্র পুত্র সন্তান, সেই সন্তানে হাতের ছোঁয়া কাঠি এনেছেন উমা রানি দাস। নিজেই করলেন স্বামীর গোসলসহ মুখাগ্নি!

উমা রানি দাসের স্বামীর মুখাগ্নি করার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এমন মর্মস্পর্শী ছবি ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সকলেই সমবেদনা জানাচ্ছেন। বলছেন, ‘করোনা আমাদের অমানবিক করে দিয়েছে।’

শ্মশানে পুড়ছে স্বামীর লাশ! এ সময় চিৎকার করে উমা দাস বলছেন , ‘এখনো যে স্বামীর কাছ থেকে বিয়ের সার্টিফিকেট নিলাম না অথচ তার পূর্বেই তার ডেথ সার্টিফিকেট নিতে হবে আমাকে! আমার সন্তান ওর বাবাকে খুঁজলে আমি কি উত্তর দিব? কেন সে আমাকে একা ফেলে চলে গেল?’

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন