শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে মাস্ক না পরলেই জরিমানা, করানো হচ্ছে প্রতিজ্ঞা

সংক্রমণ ঠেকাতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে লালুমনিরহাট জেলা প্রশাসন। কেউ মাস্ক ছাড়া বেরুলেই করা হচ্ছে জরিমানা। করানো হচ্ছে পরবর্তীতে মাস্ক পরার প্রতিজ্ঞাও।

হাট বাজারে অযথা মানুষের ঘোরাফেরা ঠেকাতে প্রশাসনের সঙ্গে কাজ করছে গ্রাম পুলিশ।করোনাভাইরাস প্রতিরোধে মানুষ কে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। গত কয়েক দিন ধরে মানুষ মানছে না কোনো নিয়মনীতি। সুযোগ পেলেই অকারণে ঘুরে বেড়াচ্ছে মানুষ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন হাটবাজারে সরকারের নির্দেশনা অমান্য করে কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে।

এ বিষয়ে জেলা ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. আর. সারোয়ার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা মানুষকে সামাজিক দূরত্বে থাকার জন্য নিয়মিত প্রচার-প্রচারণা চালাচ্ছি। এ সময় নিয়ম না মানায় কয়েকজন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। যাদের মাস্ক ছিল না তাদের শপথ পাঠ করিয়ে মাস্ক কিনে দেয়া হয়। আমরা পুলিশ ও সেনাবাহিনীসহ একসাথে অভিযান চালাচ্ছি। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এস এ 

আরও পড়ুনঃ  কোচ সালাউদ্দিনকে বিসিবির জরিমানা

সংবাদটি শেয়ার করুন