ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে রিক্সা-ভ্যান চালকদের মাঝে বিস্কুট বিতরণ

জয়পুরহাটে পথচারী ও রিক্সা-ভ্যান চালকদের মাঝে বিস্কুট বিতরণ করেছে ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’। মঙ্গলবার (০৯ জুন) দুপুর ১২টায় শহরের বাস স্ট্যান্ড এলাকায় সংগঠনটির সদর উপজেলা শাখার উদ্যোগে অর্ধ-শতাধিক মানুষের মাঝে বিস্কুটের প্যাকেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ রিফাত, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু সায়েম তুহিন, সদর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আহসান হাবীব, যুগ্ন-আহবায়ক ইসরাফিল হোসেন, মোস্তাকিম হোসেন প্রমুখ।

জয়পুরহাট সদর উপজেলা শাখার আহবায়ক আহসান হাবীব বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় মানুষ যখন ঘরবন্দী হয়ে কর্মহীন হয়ে পড়েছে ঠিক তখন থেকে ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ কর্মহীন দুস্থ, গরীব, আসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবিক বাংলাদেশ সোসাইটি চাল, আলু, কালাই, মুড়ি, বিস্কিট, আমসহ নানান ধরনের উপহার বিতরণ করেছে। গরীব অসহায় মানুষদের পাশে থেকে এইসব উপহার সামগ্রী বিতরণের কর্মসূচী অব্যাহত থাকবে।

আনন্দবাজার/ডব্লিউ এস/আর এ

সংবাদটি শেয়ার করুন