দেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম নিজ থেকে শ্বাস নিতে পারছেন না এবং চিকিৎসকদের কোনো প্রতিক্রিয়াতেই তিনি সাড়া দিচ্ছেন না।
এদিকে, মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আজ মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি জানান, ‘মোহাম্মদ নাসিমের হৃদযন্ত্র এখনো সক্রিয় রয়েছে। তবে রক্তচাপ উঠা-নামা করছে।’
ডা. কনক কান্তি জানান, ‘মানুষ সাধারণত মিনিটে ১৮ থেকে ২০ বার নিঃশ্বাস নেয়। কিন্তু মোহাম্মদ নাসিম নিজ থেকে কোনো শ্বাসই নিতে পারছেন না। আমরা লাইফ সাপোর্টের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস সচল রেখেছি’।
অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া আরও জানান, ‘মোহাম্মদ নাসিমের শরীরের কোনো ধরণের সাড়া নেই। চিকিৎসকরা তার শরীরে চিমটি কেটে দেখেছেন, তাতেও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। গত পাঁচ দিন ধরে গভীর কোমায় আছেন তিনি।’
আনন্দবাজার/শাহী