গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর (৭৯) চিকিৎসায় দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, করোনাভাইরাস ও গুরুতর নিউমোনিয়াজনিত সংক্রমণের ফলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই টিমে দেশ-বিদেশের চিকিৎসকরা রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের মতো এখনও স্থিতিশীল অবস্থায় রয়েছে। অক্সিজেন গ্রহণের মাত্রায় অবনতি হয়নি। তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। নিজেই নিজের খাবার খেতে পারছেন।
আনন্দবাজার/তা.তা