গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরিফীন স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। এতে তার সহধর্মিণী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট (প্লাস্টিক সার্জন) ডা. উম্মে কুলসুম ও তাদের একমাত্র সন্তান আজওয়াফ আরিফীনও রয়েছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, করোনাকালীন সময়ে নির্ভীক এই কর্মকর্তা দায়িত্ব পালনে ছিলেন সদা তৎপর ছিলেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করণ, বাজার মনিটরিং এ মোবাইল কোর্ট পরিচালনা, কলকারখানায় শ্রমিক অসন্তোষে সৃষ্ট পরিস্থিতি সফলভাবে মীমাংসা করা, রাতের অন্ধকারে অসহায় দরিদ্র মানুষের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার মত নানাবিধ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।
এদিকে, তার সহধর্মিণী এই কঠিন সময়ে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে তার কর্তব্য পালন করে যাচ্ছিলেন নিয়মিত। আজ তিনজনই করোনাভাইরাসে আক্রান্ত। গত ৫ জুন শুক্রবার তারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
আনন্দবাজার/শাহী