ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হল চিকিৎসক আনোয়ারকে

করোনা ভয়াবহতা যেন পিছুই ছাড়ছে না। সম্প্রতি বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আনোয়ার হেসেনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। তিনি প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছেন।

সোমবার (৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে নিয়ে বরিশাল ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্স।

পুরো বিষয়টি রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক, অ্যাডভোকেট লস্কর নুরুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসক আনোয়ার হেসেন করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। রবিবার রাতেও তিনি যথারীতি এক অসুস্থ রোগীর সফল অস্ত্রোপচার করেন। সোমবার সকালে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট দেখা দেয়। তবে আগে থেকেই তিনি অ্যাজমায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বাড়লে তাকে অক্সিজেন দেওয়া হয়।

কিন্তু দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয়।

তিনি আরও জানান, শ্বাসকষ্ট ছাড়া তার অন্য কোনো লক্ষণ নেই। এরপরও ঢাকার হাসপাতালের চিকিৎসকরা যদি মনে করেন আনোয়ার হেসেনের নমুনা পরীক্ষা করানো দরকার; তবে তারা সে ব্যবস্থা করবেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন