ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ হাজারের অক্সিজেন সিলিন্ডার মিলছে না ৩২ হাজারেও

কয়েক মাস আগেও যেই অক্সিজেন সিলিন্ডার ১২ হাজার টাকায় পাওয়া যেত তা এখন মিলছে না ৩২ হাজারেও। ১৪০০ লিটারের একটি সিলিন্ডারের মিটার সহ মূল্য ছিল ১২ হাজার টাকা।

সোমবার (৮ জুন) নগরের সদরঘাটের মেসার্স ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্ক নামের প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৫ হাজার টাকা বেশি মুনাফায় অক্সিজেন সিলিন্ডার ও মিটারপ্রতি ৩ হাজার টাকা অতিরিক্ত আদায়ের সত্যতা পাওয়া যায়।

করোনাভাইরাসের সংকটে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে অক্সিজেন বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে অক্সিজেনপ্রতি ১৫ হাজার টাকা ও মিটারপ্রতি ৩ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অপরাধে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ধরনের ইনভয়েস ও কাগজপত্র ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে।

তিনি আরও বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নগরের বিভিন্ন জায়গার অক্সিজেন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এমন অভিযান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন