যতই দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। এডিস মশা নিয়ে বারবার সতর্ক করা হলেও আমলে নিচ্ছেন না সাধারণ মানুষ। রাজধানীতে ডেঙ্গু অভিযানে বিভিন্ন নির্মাণাধীন এবং আবাসিক ভবনে মিলছে এডিসের লার্ভা। যেসব বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে তাদের সতর্ক করার পাশাপাশি অর্থদণ্ড দেয়া হচ্ছে।
এদিকে, ডেঙ্গুর প্রকোপ রুখতে গত বছরের ভয়াবহ অভিজ্ঞতার পর এবার মৌসুমের শুরুতেই এডিস মশা নিধনে মাঠে নেমেছে সিটি করপোরেশন।
রাজধানীর মহাখালীর নির্মাণাধীন ভবনে সতর্ক করা হলেও আবারও একই স্থানে পাওয়া গেছে এডিসের লার্ভা যা ঝুঁকিতে ফেলছে পাশের ৪শ’ মিটারের মধ্যে থাকা অন্য মানুষকে। গতবার সতর্ক করা হলেও এবার তা মানায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ঢাকার উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াসিমুল ইসলাম জানান, যাদের এলাকায় সতর্ক করার পরও আমরা এডিস মশার লার্ভা পাচ্ছি তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি।
উল্লেখ্য, উত্তর সিটি করপোরেশনের এই চিরুনি অভিযান মহাখালী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত হয়। আবাসিক ভবনেও মেলে এসিডের লার্ভা।
এছাড়া, সাধারণ মানুষ সতর্ক না হলে সিটি করপোরেশন আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।
তিনি জানান, অর্থদণ্ড দিয়ে যদি কাজ না হয়, তবে কারাদণ্ড দেয়া হবে।
তাছাড়া তৃতীয় দিনের এই অভিযানে শুধু মহাখালীতেই জরিমানা করা হয়েছে ৩৬ হাজার টাকা। অভিযান চলবে আরো ৭ দিন।
আনন্দবাজার/শাহী