ঢাকা | সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি না মানায় গণপরিবহনে পুলিশের ৭৪ মামলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গণপরিবহন সমূহ স্বাস্থ্যবিধি মেনে না চলায় সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানায় ট্রাফিক বিভাগ কর্তৃক পহেলা জুুন তারিখ থেকে ৬ জুন পর্যন্ত বিভিন্ন গণপরিবহণের বিরুদ্ধে ৭৪ টি মামলা দায়ের করেছে জিএমপি।

এছাড়া, যে সমস্ত ষ্ট্যান্ড ও স্থান হতে দূর পাল্লার ও আন্তঃজেলার যানবাহন সমূহ চলাচল করে সে সমস্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত আছে। গাজীপুর মহানগরীর এলাকায় গণপরিবহন সমূহ যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সমূহ অনুসরণ করে চলাচল করে তা নিশ্চিত কল্পে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন