ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন। প্রায় এক মাস ধরে করোনার সঙ্গে লড়াই করে আজ রোববার মৃত্যুবরণ করেন তিনি।

হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে তার। স্কয়ার হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই চিকিৎসক বলেন, ডা. মির্জা এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইতে চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন