সরকার দেশকে তিনটি রঙ—রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করছে। এটি করা হচ্ছে মূলত প্রানঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধের সাথে অর্থনীতির চাকা সচল রাখতে। কোন এলাকা কোন জোন সেটা ঠিক করতে বিভিন্ন নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, যদি কোনো এলাকায় এক লাখ জনসংখ্যার মধ্যে ৩০ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়, তাহলে ওই এলাকা রেড জোনে অবস্থান করবে। কিন্তু ঢাকার বাইরে কোনো এলাকায় এক লাখের মধ্যে ১০ জন করোনা রোগী থাকলে সে এলাকাও রেড জোনের আওতায় ধরা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, ঢাকা বা ঢাকার বাইরের যেকোন এলাকায় এক লাখে তিন থেকে ১৯ জন করোনা আক্রান্ত রোগী থাকলে ওই এলাকা ইয়েলো জোন হিসেবে ধরা হবে। আর যে সব এলাকায় কম করোনা আক্রান্ত রোগী আছে, সে এলাকা গ্রিন জোন হিসেবে ধরা হবে।
আনন্দবাজার/এস.কে