ঢাকা | মঙ্গলবার
২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী শ্রমিকদের জন্য গঠিত হচ্ছে ২০০ কোটির ফান্ড

দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে ২০০ কোটি টাকার ফান্ড গঠন করবে সরকার। আগামী জুলাই মাসে এই ফান্ড গঠন করা হবে বলে জানানো হয়েছে। মাত্র ৪ পার্সেন্ট ইন্টারেস্টে প্রবাসীদের এই ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক।

কাজের পরিকল্পনা জমা দিয়ে একজন শ্রমিক ১ লাখ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই ফান্ড প্রবাসী কল্যাণ ব্যাংককে সরবরাহ করবে। ১ মার্চের পর দেশে আসা শ্রমিকরাই কেবল এই ঋণ সহায়তার আওতায় আসবেন।

পাশাপাশি যারা বিদেশে কর্মরত অবস্থায় মারা গেছে তাদের স্ত্রী, সন্তান এবং পিতা-মাতাও এই ঋণ সুবিধা পাবেন। এক্ষেত্রে শ্রমিকদের অথবা তাদের পরিবারকে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার কাগজপত্র অথবা বৈধ পথে রেমিটেন্স আসার প্রমাণ জমা দিতে হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক সূত্রে জানা গেছে, জুনের মধ্যেই এর সকল প্রস্তুতি শেষ হবে। ২০২০-২০২১ অর্থবছরের শুরু থেকেই এই ঋণ সেবা পাবেন প্রবাসী শ্রমিকরা।

এদিকে অভিবাসন অধিকার সংস্থাগুলো এই উদ্যোগকে স্বাগত জানালেও কিছু বিষয়ে আপত্তি তুলেছে। অবৈধ ভাবে বিদেশ যাওয়া শ্রমিকদেরও এই সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন