ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আইসোলেশন সেন্টার বানানোর দাবিতে সরগরম বোয়ালখালী

বোয়ালখালীতে দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ।প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন শনাক্ত। এই পর্যন্ত বোয়ালখালীতে ২ জন মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। তারপরেও সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শনাক্তের সংখ্যা বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরতদের।

সেই দিক বিবেচনায় এনে বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোষ্ট ভাইরাল হয়, সেখানে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের দাশের দিঘীর পাড় সংলগ্ন তিনলতা বিশিষ্ট “করিম গুলশান আরা দাতব্য চিকিৎসালয়” নামক হাসপাতালকে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার বানানোর দাবি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে আসছে। সেখানে ২০-২৫ টি বেডের ব্যবস্থা আছে। আইসোলেশন সেন্টারের জন্য সেখানে ৬০-৭০ টির বেশি বেড স্থাপন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় এক সচেতন নাগরিক।

তাছাড়া বোয়ালখালীতে করোনা রোগীদের সেবা দিতে আইসোলেশন সেন্টার করার জন্যে একদল তরুণ চিকিৎসকের দল জায়গার খোঁজে রয়েছে বলেও আমাদের কাছে তথ্য আছে।

শনাক্তের কথা চিন্তা করলে বোয়ালখালীতে আইসোলেশন সেন্টার করা সময়ের দাবী। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের এই বিষয়ে তদারকি করার জন্য অনুরোধ করেন বোয়ালখালীর সাধারণ মানুষ ও সচেতন নাগরিকগণ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন