বহুল আকাঙ্ক্ষিত ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চলাচল শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে। ৫ জুন বিকেল ৪টার দিকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি গন্তব্যে পৌঁছাবে রাত ১টায়।
‘ম্যাংগো স্পেশাল ট্রেন-১’ যাত্রা শুরুর প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরের বেশ কয়েকটি স্টেশন থেকে আম, লিচুসহ কৃষিপণ্য নিয়ে রাজধানী ঢাকার পথে ছুটছে।
স্টেশনগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, প্রথমদিনে ট্রেনটি প্রায় ৯০০০ কেজি আম নিয়ে ঢাকা রওনা করেছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বুকিং হয়েছে ১০০০ কেজি, রাজশাহী স্টেশন থেকে ২৬৯৫ কেজি, আড়ানী স্টেশন থেকে ১১১০ কেজি, কাঁকনহাট স্টেশন থেকে ৪০০ কেজি, সরদহ স্টেশন থেকে ৫০০ কেজি ও নাটোরের আব্দুলপুর স্টেশন থেকে ৪৩১০ কেজি আম। তাছাড়া আমনুরা বাইপাস স্টেশন থেকে প্রথমদিনে স্বল্প পরিমাণে আম বুকিং করা হয়।
আনন্দবাজার/এস.কে