ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বেতনের দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

করোনার প্রার্দুভাবকে উপেক্ষা করে তিন মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাটের চিনিকল শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিনিকল চত্তরে এসে শেষ হয়।

মিছিল শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক শাকী মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ মুমিনুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন, মৌসুম সময়ের বকেয়া বিল, মজুরি কমিশনের বকেয়া এরিয়া বিল বকেয়া থাকলেও সুগারমিলের অফিসাররা বেতন ঠিকই পাচ্ছেন ও গাড়ীতে করে ঘুরছেন। শ্রমিকদের উৎপাদিত চিনি ও মলাসেস ১৬ কোটি টাকার মজুদ থাকার পরও শ্রমিকরা বেতন পাচ্ছে না। খেয়ে না খেয়ে জীবনযাপন করছে। অতএব এক সপ্তাহের মধ্যে বেতন দেওয়া না হলে কর্মকর্তারা সুগারমিলের গাড়ী ব্যবহার করতে পারবে না, না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা।

আনন্দবাজার/ডব্লিউ এস/আর এ

সংবাদটি শেয়ার করুন