বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সংযোজিত করেছে চারটি অত্যাধুনিক দ্রুত গতিসম্পন্ন ইন্টারসেপটোর জলযান। নতুন এই যানের সংযুক্তিতে নৌপথে আরও শক্তিশালী হলো বিজিবি।
সিলভারক্রাফট ৪০ মডেলের রিইনফোর্সড পলিমার দিয়ে তৈরি ৪০ ফুট দীর্ঘ ৭৫০ হর্সপাওয়ারের তিন ইঞ্জিন বিশিষ্ট প্রতিটি জলযান ৩৩ জন সৈন্য ধারণে সক্ষম যার গতিবেগ প্রতি ঘণ্টায় ৫৫ নটিকাল মাইল বা ১০১ কিলোমিটার। এই জলযানগুলো যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতপ সক্ষম এবং এতে সংযোজিত আছে স্বয়ংক্রিয় মেশিনগান সংযুক্তির সুবিধাসহ উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম (RADAR), চতুর্থ প্রজম্মের জিপিএস (GPS), আধুনিক সোনার সিস্টেম (SONAR) এবং আরও অনেক অত্যাধুনিক মানের সরঞ্জাম। এই জলযান সমূহ নিজস্ব অবস্থান হতে ৫০ কিলোমিটার দূরত্বে শত্রু জলযান এর অবস্থান নিশ্চিত করতে সক্ষম। এই জলযানগুলো দুজন মুমুর্ষ রোগী পরিবহনের ব্যবস্থাও রাখা হয়েছে।
বাংলাদেশের ৪১৮৪ কিলোমিটার স্থল সীমান্তের পাশাপাশি ভারতের সাথে ১৮০ কিলোমিটার ও মায়ানমারের সাথে ৬৩ কিলোমিটার নৌ সীমান্ত বিজিবি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও ২০১৯ সাল হতে সেন্টমার্টিন দ্বীপের স্থলভাগের সার্বিক নিরাপত্তাতেও বিজিবি নিয়োজিত করা হয়।
আনন্দবাজার/তানজিন অন্তি