রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রে সেনা মোতায়েন

পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবকের নিহত হওয়ার ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রজুড়ে চলমান বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ও নিউ ইয়র্ক শহরে কারফিউ জারি করা হয়েছে।

দাঙ্গা দমনের সকল প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে সেনাবাহিনী। গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, এরই মধ্যে দেশটিতে ৭শ’ সেনা মোতায়েন করা হয়েছে এবং আরো ১৪শ’ সেনা যে-কোনো মুহূর্তে মাঠ নামতে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে একদিন আগেই, বিক্ষোভ দমনে সেনাবাহিনী নামানোর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এছাড়া, নিউইয়র্কের স্থানীয় গণমাধ্যমগুলো শহরের আকাশে সামরিক হেলিকপ্টার উড়ার খবর দিয়েছে। এদিকে, দেশটির ২৬টি অঙ্গরাজ্যে জারি করা কারফিউর আরো বেশি কঠোর করেছে প্রশাসন। নতুন করে কারফিউ জারি করা হয়েছে নিউইয়র্ক ও ওয়াশিংটন শহরে। তবে কারফিউ অমান্য করেই অষ্টম দিনের মতো চলছে বিক্ষোভ।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  নির্বাচনী লড়াইয়ে ২৮ ইঞ্চি প্রার্থী

সংবাদটি শেয়ার করুন