ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম ডা. এহসানুল করিম। তিনি চট্টগ্রামের ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ।

আজ বুধবার (৩ জুন) দুপুর ২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. এহসানুল করিমের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, চারদিন আগে করোনা শনাক্ত হলে ডা. এহসানুল করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্যের অবনতি হলে আইসিইউতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ডা. এহসান আগে থেকে ব্লাড ক্যান্সারেও ভুগছিলেন বলে জানান তিনি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন