লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যার মূল হোতা হিসেবে অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই ড্রোন হামলায় নিহত হয়েছেন। ড্রোন হামলাটি চালিয়েছে লিবিয়ার বিমান বাহিনী। বুধবার লিবিয়ান অবজারভেটরি তথ্যটি নিশ্চিত করেছে।
মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছাকাছি ড্রোন হামলায় খালেদের মৃত্যু হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। বেনগাজীসহ অনেক তেলসমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বাহিনীর দখলে রয়েছে।
গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে অপহরণকারীরা। এতে আহত হন ১১ জন বাংলাদেশি। বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় মুক্তিপণের জন্য জিম্মি রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে এক পর্যায়ে ওই চক্রের সঙ্গে মারামারিতে একজন অপহরণকারী নিহত হলে অতর্কিত হামলা চালিয়ে সকল অভিবাসীদের হত্যা করে অপরহণকারীরা।
আনন্দবাজার/ডব্লিউ এস