করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশের কাছ থেকে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির নিয়েছে পাকিস্তান। গত রোববার একটি বিশেষ কার্গো ফ্লাইটে করে পাঠানো হয়েছে ওষুধগুলো।
পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রস্তুতকৃত রেমডিসিভির নিয়েছে দেশটি।
বেক্সিমকোর এক মুখপাত্র জানিয়েছেন, ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের অনুরোধে এগুলো পাঠানো হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত তিনজন গুরুতর অসুস্থকে জরুরি চিকিৎসা দিতে ৪৮টি ইঞ্জেকশন নিয়েছে তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, গত রোববার রাত ১০টার দিকে বেক্সিমকোর ওষুধ নিয়ে বিশেষ কার্গো বিমানটি যাত্রা করে।
আনন্দবাজার/টি এস পি