শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে বিক্রি হলো রেলের শতভাগ টিকিট

দীর্ঘদিন লকডাউনে বন্ধ থাকার পর সীমিত আকারে যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালুর দ্বিতীয় দিনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রায় সবগুলো ট্রেনের টিকিট অনলাইনে শতভাগ বিক্রি হয়েছে ।

সোমবার (১১ জুন) রাতে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম অনলাইনে টিকিট বিক্রির এই তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি জানান, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে সোমবার ৫টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে। তার মধ্যে বনলতা, পঞ্চগড়, লালমনি, কালনী এক্সপ্রেস ট্রেনের সবগুলো টিকিটই অনলাইনে বিক্রি হয়েছে। শুধুমাত্র সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ২৯৭টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ২৮৭টি টিকিট। এছাড়া প্রতিটি ট্রেনে মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি করা হয়েছে।

উল্লেখ্য, সরকারের নির্দেশে গত ২ মাস পরে রোববার (৩১ মে) থেকে ৮ জোড়া আন্তনগর ট্রেন চালু হয়েছে। সামনে আরও ১১ জোড়া ট্রেন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  স্বাস্থ্যকর্মীদের জন্য শপিংমলের ছাদে তৈরি হবে কোভিড হাসপাতাল

সংবাদটি শেয়ার করুন