সারাদেশে করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন গনপরিবহণ বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে তা চলাচলের অনুমিত প্রদান করা হয়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার স্বাস্থ্যবিধি মেনে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সোমবার (১ জুন) থেকে ১৮টি রুটে ছেড়ে গেছে যাত্রীবাহী বাস। বাস চলাচল শুরুর প্রথম দিনে যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। তবে বাসের ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে যাত্রী ও বাস কর্তৃপক্ষ উভয়।
বাস চালকদের দাবি শারীরিক দুরত্ব বজায় রাখতে গিয়ে কম যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে তারা নানা সংকটে পড়ছেন। এভাবে গাড়ি চালানো সম্ভব হবে না। এদিকে যাত্রীবাহী বাসে সামাজিক দুরুত্ব বজায় রাখা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য জেলা প্রশাসন থেকে দু’টি ভ্রাম্যমান আদালত পরিচালনার ব্যবস্থা রাখা হয়েছে।
আনন্দবাজার/শাহী