ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জোর করে কিস্তি আদায় করলেই লাইসেন্স বাতিল

করোনা মহামারির কারণে বেসরকারি সংস্থাগুলো (এনজিও) ঋণগ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় করতে পারবেন না -এমন নির্দেশনা সরকার আগেই দিয়েছিল।

কিন্তু সম্প্রতি অফিস-আদালত খুলে দেয়ার পরেই রাজশাহীতে এনজিওগুলোও ঋণ আদায় করার প্রস্তুতি শুরু করেছে। এমতাবস্থায় রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান-জুন মাসেও কোন কিস্তি আদায় করতে পারবে না এনজিওগুলো।

এই ব্যাপারে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিরির গঠন করে দেয়া মনিটরিং সেলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, কোথাও যদি জোর করে ঋণ আদায় করলে এনজিও’র ঋণ কার্যক্রম পরিচালনার লাইসেন্স বাতিল করার ক্ষমতা রয়েছে তাদের। প্রয়োজন পড়লে তারা সেটাই করবেন।

তিনি আরও বলেন, রাজশাহী থেকে জোর করে ঋণ আদায় করার কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি। সাথে সাথে আমরা সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষের সাথে কথা বলে তা বন্ধ করেছি। কিন্তু কেউ কথা না শুনে সতর্ক করার পরও ঋণ আদায় করছেন ব্যাপারটি এমন হলে তার লাইসেন্স বাতিল করা হবে।

তবে কোনো গ্রাহক যদি স্বেচ্ছায় ঋণের কিস্তি পরিশোধ করতে চায় সেক্ষেত্রে কিস্তি গ্রহণে কোনো বাধা থাকবে না। একই সাথে কোনো প্রতিষ্ঠান যদি নতুন করে কাউকে ঋণ দিতে চায় সেটা তারা দিতে পারবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন