ঢাকা | মঙ্গলবার
২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত রাজধানী হয়ে যাচ্ছে স্বাভাবিক!

প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে সারাদেশে। করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত মানুষ। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে, মানুষের জীবিকা পথ ও অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সবকিছু সীমিত পরিসরে খোলা রাখার।

করোনা আক্রান্ত ও মৃত্যুর হার সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি রাজধানী ঢাকায়। তার পরেও ছুটি শেষে রাজধানীতে ফিরছে স্বাভাবিক প্রাণ ও চাঞ্চল্যতা। ঢাকা ফেরত মানুষের ভিড় উপচে পড়ছে, ঢাকায় প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে।

৩১ মে সকাল থেকেই মতিঝিল এলাকার অফিস পাড়ায় চোখে পড়েছে মানুষের ঊর্ধ্বশ্বাসে ছুটে চলার চিত্র। শাপলা চত্বর এলাকায় মানুষ ও পরিবহনের বড়সড় জটলাও দেখা গেছে।

অন্যদিকে কর্মজীবী মানুষের ভিড় চোখে পড়েছে গাবতলী, ফার্মগেট, শাহবাগ ও মৎস্য ভবন এলাকায়। প্রকারভেদে ছোট বড় দোকান ও ফুটপাতেও দোকান বসতে দেখা গেছে।

ঢাকা ফেরত মানুষ ও পরিবহন পরিস্থিতির অবস্থা জানিয়ে ডিএমপি পশ্চিম ট্রাফিক জোনের দায়িত্বরত সহকারী কমিশনার বলেন, ‘গণপরিবহন না চললেও গাবতলী, মাজার রোড ও মিরপুর এলাকায় সকালে লোক সমাগম হয়েছিল। সড়কে রিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়িগুলোর চাপ ছিল বেশ।’

তিনি আরও জানান, ১ জুন থেকে গণপরিবহন চালু হলে রাস্তায় আরও বেশি ব্যস্ততা বাড়বে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন