রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আট জেলায় ফলাফলে গত বছরের ন্যায় এবারও এগিয়ে রয়েছে জয়পুরহাট জেলা। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জেলায় পাশের হার ৯৫.৯৭ শতাংশ। জেলায় ছেলে পরীক্ষার্থীদের থেকে পাশের হারে এগিয়ে আছে মেয়ে পরীক্ষার্থীরা।
জেলায় ছেলে পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৪৮৪ জন, পাশ করেছে ৪ হাজার ২৭২ জন। জেলায় মেয়ে পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৩৫০ জন ও পাশ করেছে ৪ হাজার ২০৬ জন। জেলায় এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৩ জন। জয়পুরহাট জেলার পর রয়েছে চাপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা। জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শাহাদুজ্জামান বিষয়গুলো নিশ্চিত করেন।
জেলায় প্রতি বছরের ন্যায় এবারও শীর্ষ স্থান দখল করে রেখেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠানের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জনই জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ।
এদিকে শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ে ২৪০ জন পরীক্ষার্থী সকলেই পাশ করেছে। বিদ্যালয়টিতে জিপিএ-৫ পেয়েছে ১৯৪ জন। জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪৩ জন পরিক্ষার্থীর মধ্যে ২৪২ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন।
এছাড়া, কালাই উপজেলায় কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৭ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। পাঁচবিবি এল বি পি উচ্চ বিদ্যালয়ের ১১২ জন পরীক্ষার্থীর শতভাগ পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। পাঁচবিবি এন এম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১১ জন পাশ করেছে, জিপিএ পেয়েছে ৪৯ জন। ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জনই পাশ করেছে, জিপিএ -৫ পেয়েছে ২১ জন।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সঠিক পাঠদান, অভিভাবকদের সচেতনতা আর শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফলের ধারাবাহিকতা সম্ভব হয়েছে। জয়পুরহাট জেলা এবারেও রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে।
আনন্দবাজার/শাহী