ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হয়েছে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কার্যক্রম

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে সুপ্রিম কোর্টে প্রশাসনিক কার্যক্রম। আজ সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিভিন্ন শাখায় কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ৩১ মে রবিবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিস ও সংশ্লিষ্ট শাখা সমুহ খোলা থাকবে। তবে এফিডেবিট কার্যক্রম এবং নকল শাখা হতে নকল সরবরাহের কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে আদেশে বলা হয়েছে।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, অফিস আদেশ জারির পর অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে হাজির হয়েছেন। ব্যাপক উপস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে প্রথম দিনই। তাই ঝুঁকি এড়াতে উপস্থিতির হার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চিন্তা চলছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন