মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আক্রান্ত না হওয়া পর্যন্ত হাসপাতালের সকলকে কর্মস্থলে থাকার নির্দেশনা

করোনা সংক্রমনে আক্রান্ত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সকল শিক্ষক-চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

গত শনিবার (৩০শে মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এমন নির্দেশনা দেন। কিন্তু এই নির্দেশ দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তিতে ভুল হয়েছে বলে জানানো হয় এবং সেটি সংশোধনও করা হচ্ছে বলে জানায়। জানা গেছে এই নির্দেশনা দেন চমেকের অধ্যক্ষ ডা. শামীম হাসান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাসপাতালের সাথে সংশ্লিষ্টরা শুধু মাত্র করোনায় আক্রান্ত হলেই ১০ দিনের আইসোলেশন সুবিধা পাবে। যেসব শিক্ষক-চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারী করোনা রোগীর সংস্পর্শে আসবেন, তাদের কোনো প্রকার আইসোলেশনে যেতে হবে না। কেউ গিয়ে থাকলে কর্মস্থলে অনুপস্থিত হিসেবে ধরা হবে। এছাড়াও হাসপাতাল থেকে কোন প্রকার সুরক্ষা সামগ্রী  দেওয়া হবে না বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এই নির্দেশনার পরেই হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়। তাই ২৪ ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তিতে ভুল হয়েছে এবং তা সংশোধন করা হচ্ছে বলে জানান অধ্যক্ষ ডা. শামীম।

আনন্দবাজার/এইচ এস কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঘুরে আসুুন শীর্ষ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোদালা চা বাগান

সংবাদটি শেয়ার করুন