ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মোকাবেলায় সবচেয়ে বড় ঋণ পেল বাংলাদেশ

করোনায় বর্তমানে দেশের অর্থনৈতিক খাতে ব্যাপক প্রভাব পড়েছে। তবুও করোনা প্রতিরোধ করতে নিরলস চেষ্টা করে যাচ্ছে দেশের সরকার। সম্প্রতি করোনায় ক্ষতিগ্রস্থ অর্থনীতি মোকাবেলায় দাতা সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ৭৩ কোটি ২০ লাখ ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৬ হাজার ২২২ কোটি টাকা।

তবে বাংলাদেশ বিনা সুদে এই ঋণ পাবে। এটাই করোনা পরিস্থিতিতে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ।

আইএমএফের ওয়েবসাইটে গত শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরও বৃদ্ধি এবং অর্থনীতি অবস্থাআর উন্নতি সাধনে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে এই ঋণের অর্থ ব্যয় করতে পারবে।

করোনার পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সংস্কার আনার চ্যালেঞ্জগুলো আছে, যা বিনিয়োগ বাড়ানোর পূর্বশর্ত বলছে আইএমএফ।

সংস্থাটি আরও বলেছে, বাংলাদেশের এই বিপদে আইএমএফ সরকারের পাশেই থাকবে এবং ভবিষ্যতে সহযোগিতার হাত আরও বাড়ানো হবে।

এর আগে, এডিবি ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহযোগিতা দিয়েছে , যা এরইমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন