ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটির ১৬০০ পরিবারের পাশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় ১৬০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। করোনার শুরু থেকে কয়েক ধাপে কর্মহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে উপহার সামগ্রী দিয়েছে সংগঠনটি।

সামগ্রীর মধ্যে ছিল- চাল ৫ কেজি, আলু ১ কেজি, ডাল হাফ কেজি, পিঁয়াজ হাফ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মটর হাফ কেজি ও সাবান ১টি।

এসব উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলার সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক রাসেল তালুকদার, ডেপুটি কমান্ডার ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. রাকিব হোসাইন প্রমুখ।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলার সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক রাসেল তালুকদার জানান, সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রামের কর্মহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী দিয়ে এসেছি।

ডেপুটি কমান্ডার ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. রাকিব হোসাইন বলেন, আমাদের এসব সহায়তা কার্যক্রম করোনাকালীন সময়ে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন