ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাড়া বাড়ানোর শর্তে চালু হবে বাস-লঞ্চ

ভাড়া বাড়ানোর শর্তে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর ব্যাপারে একমত হয়েছে মালিকপক্ষ। রোববার থেকে যাত্রীবাহী লঞ্চ ও সোমবার থেকে গণপরিবহন চালু করা হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট মহল থেকে। শুক্রবার (২৯ মে) বিকেলে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

করোনায় চলা লকডাউনের কারণে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করা যাবে- সরকারের এমন সিদ্ধান্তের পর বাস মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বৈঠকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হন মন্ত্রী ওবায়দুল কাদের।

বৈঠক শেষে সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর সিদ্ধান্ত হয়। তবে বাস মালিকরা ভাড়া বাড়ানোর শর্ত দিয়েছেন। সে বিষয়ে শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব। পরিবহন সচিব নজরুল ঈসলাম বলেন, যে গাড়িতে ৫০ সিট ছিল, সেই ৫০ সিটের ধারণ ক্ষমতার ওপরে দাম নির্ধারণ ছিল, সেখানে সংগত কারণে যাত্রী থাকবে।

এদিকে বিআইডব্লিটিএর সঙ্গেও বৈঠক করেছেন লঞ্চ মালিক ও শ্রমিকরা। তারাও ভাড়া বাড়ানোর শর্তে রোববার থেকে যাত্রীবাহী লঞ্চ চালুর সিদ্ধান্তের কথা জানান। বিআইডব্লিটিএ চেয়ারম্যান গোলাম সাদেক বলেন, রোববার থেকে যেভাবে আমাদের নৌপরিবহন চালু ছিল সরকারি নির্দেশনা মোতাবেক সেটা চালু থাকবে।

এদিকে করোনা পরিস্থিতির সুযোগে বাড়ানো বাড়তি ভাড়া যাত্রীদের কাছ থেকে না নেয়ার দাবি জানিয়েছে ভোক্তাদের অধিকার সংগঠন-ক্যাব। ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, ভাড়া যদি বাড়ায় সরকার সেটা ভর্তুকি হিসেবে দিতে পারে। যারা যাত্রী তাদের কাছ থেকে ভাড়া বেশি নেয়া উচিত হবে না।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন