গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী’র করোনা থেকে আরোগ্য কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৯ মে) নলামের ঘোড়াপীর মাজার মসজিদে জুমার নামাজ শেষে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ও গণস্বাস্থ্যের দায়িত্বশীলরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য সাভার হাসপাতালের পরিচালক ডা. মো. মিজানুর রহমান, প্রাণরসায়ন ও অণুপ্রান বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. এখলাস উদ্দিন দীপু, আইন বিভাগের শিক্ষক মো. লিমন হোসেন, স্থানীয় আলেম ও মুসল্লীরা। এ সময় দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যায়ের অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শাহ আলম৷
সভায় বক্তারা ডা. জাফরুল্লাহ চৌধুরী’র দ্রুত সুস্থতা কামনা করে বলেন, তাঁর আরোগ্য কামনা করছি। তিনি তাড়াতাড়ি আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরবেন এবং তাঁর অসম্পন্ন কাজ শেষ করবেন- ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এই দোয়ার আয়োজনে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত শারীরিক সুস্থতা কামনা করা হয় ও সারা বিশ্বের করোনায় আক্রান্ত মানুষের আরোগ্যের জন্য মহান রাব্বুল আলামিন এর কাছে প্রার্থনা করা হয়। মুসল্লিগণও ডাঃ জাফরুল্লার দ্রুত আরোগ্য কামনা করেন।
আনন্দবাজার/শাহী