এখনো পরিচয় পাওয়া যায়নি লিবিয়ায় মানবপাচারকারী চক্রের গুলিতে নিহত ২৬ বাংলাদেশির। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা ১১ বাংলাদেশির মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মানবপাচারকারীদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (২৮ মে) মিজদায় ২৬ বাংলাদেশিসহ অন্তত ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করে পাচারকারী চক্র। লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদায় অভিবাসীদের ওপর হামলা মানবপাচারকারী চক্রের হামলায় এ ঘটনা ঘটে।
এক বিবৃতিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ১৫ দিন আগে বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলি নেয়া হচ্ছিল ৩৮ জন বাংলাদেশিকে। পথে মিজদাহ শহরে মুক্তিপণ আদায়ের উদ্দেশে অভিবাসীদের জিম্মি করে মানবপাচারকারী একটি চক্র। জিম্মি অবস্থায় তাদেরকে অত্যাচার, নির্যাতন করার এক পর্যায়ে অভিবাসীদের হাতে এক পাচারকারী নিহত হয়। এর পর অভিবাসীদের দিকে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতিকারীরা। এতে ঘটনাস্থলেই মারা যান ৩০ জন। এর মধ্যে বাংলাদশি ২৬ জন এবং আফ্রিকার ৪ জন রয়েছে। এছাড়া আহত অবস্থায় ১১ জন বাংলাদেশিকে ত্রিপলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহতদের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে মানবপাচারকারীদের শাস্তির আওতায় আনতে হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস