করোনায় মৃত্যু হওয়া মালিকের জন্য হাসপাতালে তিন মাস যাবৎ অপেক্ষায় বসে ছিলো পোষ্য কুকুর।
চীনের উহানে তাইকং হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুকুরটির মালিক। তবুও হাসপাতালেই অপেক্ষা করতে থাকে প্রভুভক্ত কুকুরটি।
জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিনের হুবেই প্রদেশের ওই হাসপাতালে গত ফেব্রুয়ারি মাসে ভর্তি হয়েছিলেন ৭১ বছর বয়সী মংগ্রেল। কিছুদিনের মাঝেই মৃত্যু হয় তার। কিন্তু হাসপাতাল থেকে ফিরে আসেনি তার পোষ্য কুকুর জিয়াও বাও। মালিকের সুস্থ হওয়ার আশায় টানা তিন মাস হাসপাতালের লবিতে ক্রমাগত অপেক্ষা করে গেছে কুকুরটি।
হাসপাতালে কুকুরের উপস্থিতি নিয়ে অভিযোগও ওঠেছিল একাধিকবার। এমনকি কুকুরটিকে হাসপাতাল থেকে বের করেও দেওয়া হয়েছিল। কিন্তু বন্ধু মালিকের খোঁজ পেতেই বার বার হাসপাতালের লবিতে ফিরে আসতো কুকুরটি।
গত এপ্রিলে চীনে লকডাউন উঠে গেলে স্বাভাবিক ছন্দে ফেরে হুবেই প্রদেশ। হাসপাতালের মাঝে থাকা একটি সুপারমার্কেটের মালিক কুকুরটির অসহায়ত্বের কথা জেনে দোকানে নিয়ে যান কুকুরটিকে। পরে তার খাবারের ব্যবস্থা করেন তিনি।
কিন্তু হাসপাতালের নার্সরা খবর দিলে অবশেষে জিয়াওকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় উহানের স্মল অ্যানিমাল প্রোটেকশন অ্যাসোসিয়েশন।
আনন্দবাজর/এফআইবি