ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লোনাপানি কেন্দ্রের ভ্রাম্যমান মৎস্য ক্লিনিকের উদ্ভোধন

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিটিউট লোনাপানি কেন্দ্রের পক্ষ থেকে চিংড়ী ও মৎস্য চাষীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ভ্রাম্যমান মৎস্য ক্লিনিক নামে ব্যতিক্রমী এ কর্মসূচীর বৃহস্পতিবার সকালে শুভ উদ্ভোধন করেন লোনা পানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক দেবাশিষ মন্ডল, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান ও শাওন আহমেদ।

উল্লেখ্য ভ্রাম্যমান এ মৎস্য ক্লিনিকের মাধ্যমে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলা মৎস্য চাষীদের পানির গুনগত মান পর্যবেক্ষণ, প্রযুক্তিভিত্তিক চাষ সম্পর্কিত পরামর্শ, খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং রোগবালাই সম্পর্কিত সেবা প্রদান করা হবে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন