ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তনগর ট্রেন চালু করা হবে ৩১ মে

আগামী ৩১ মে থেকে চালু করা হবে আন্তনগর ট্রেন। আপাতত মোট আসনসংখ্যার ৫০ ভাগ আসনে যাত্রী পরিবহন করা হবে। আগামী ১৫ জুন পর্যন্ত এই পদ্ধতিতে টিকিট বিক্রি হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রেল ভবনে এক প্রেসব্রিফিংয়ে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, সামাজিক দুরুত্ব বজায় রেখে রেলস্টেশনে যাত্রীরা অপেক্ষা করবে। স্টেশনগুলোর প্লাটফরমে নির্ধারিত দাগে দাঁড়িয়ে থাকার পর যাত্রীরা ট্রেনে চড়তে পারবেন। প্রতিটি কোচে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন