চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ডে মনাই ত্রিপুরা পল্লীতে ৬ টি ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৭ মে) দুপুরে উপজেলা প্রশাসন উপস্থিত থেকে প্রাপ্তিদের মাঝে ঘরগুলো বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন।
তিনি বলেন, গত বছরের মার্চ থেকে প্রধানন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে দেয়া ৬ টি ঘরের কাজ শুরু করা হয়। মনাই ত্রিপুরা পল্লীতে সবাই ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করে তবে যারা বেশী ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের তালিকা করা হয়েছিল। মূলত পাহাড়ের ধস থেকে বাঁচানোর জন্যই এই উদ্যোগ বলে তিনি জানান।
জানা যায়, প্রধানমন্ত্রীর ৬টি ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ৬টি মোট ১২টি ঘরের কাজ চলছিল। করোনা পরিস্থিতিতে দোকানপাট বন্ধ থাকায় ৬টি ঘরের কাজ সম্পূর্ণ হয়নি।
উপহার পেয়েছেন যারা, অনিল ত্রিপুরা, শচীন ত্রিপুরা, সত্যলক্ষি ত্রিপুরা, শারন্তী ত্রিপুরা, বিষুরাম ত্রিপুরা ও সম্ভুরাম ত্রিপুরা।
আনন্দবাজার/শাহী