ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাকে ঘিরে নির্মিত হলো প্রথম সিনেমা ‘করোনাভাইরাস’

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসকে ঘিরে লকডাউনের মধ্যেই সিনেমা নির্মাণ করলেন বলিউডের চিত্রনির্মাতা রাম গোপাল বার্মা। সিনেমাটির নাম ‘করোনাভাইরাস’। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।

করোনা তান্ডবে লকডাউন চলছে ভারতজুড়ে। তবে এই লকডাউন পরিস্থিতির মধ্যেই ঘরের ভেতরেই গোটা একটা সিনেমা বানিয়ে ফেলেছেন বলিউডের ‘সরকার’ খ্যাত নির্মাতা রাম গোপাল বার্মা। তার প্রযোজিত ‘করোনাভাইরাস’ নামের সিনেমাটি পরিচালনা করেছেন অগস্ত্য মঞ্জু।

সম্প্রতি ইউটিউবে সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারে দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের ওপর নির্মিত এটিই বিশ্বের প্রথম সিনেমা।

ট্রেলারে দেখা যায়, করোনা পরিস্থিতিতে একটি পরিবার কীভাবে সংগ্রাম করে। পরিবারের একজন করোনায় পজিটিভ হতে পারে, এমন একটি সম্ভাবনাকে পরিবারের আর সবাই কীভাবে গ্রহণ করবে? উদ্ভূত পরিস্থিতিতে সবার আচরণ কেমন হতে পারে? কী হতে পারে তার পরিণতি? এমনই কিছু জটিল সমীকরণ নিখুঁতভাবে ফুটিয়ে তোলার ইঙ্গিত দেখা গেছে ‘করোনাভাইরাস’ ট্রেলারে।

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন তার টুইটারে সিনেমাটির ট্রেলার শেয়ার করে লিখেছেন, অদম্য রাম গোপাল বার্মা, তাকে অনেকে ‘রামু’ বলেন, আমার কাছে তিনি ‘সরকার’, তিনি লকডাউনের মধ্যে একটি পরিবারকে ঘিরে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলেছেন।

তবে সিনেমাটি কোন প্লাটফর্মে মুক্তি পাবে এবং কবে মুক্তি পাবে তা এখনো উল্লেখ করা হয়নি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন