গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় অসহায়দের জন্য ১০ টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগে উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য বোরহান উদ্দিনকে ২ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় ওই ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ী থেকে ৬০ কেজি চালও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতারকৃত ইউনিয়ন পরিষদ সদস্য উপজেলার বিবাদিয়া গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, সরকারী খাদ্যবান্ধব কর্মসুচীর ১০ টাকা কেজি দরের চাল ৬ মাস যাবত ৬ জন গরীব মানুষের বরাদ্দকৃত ১০৮০ কেজি চাল আত্মসাত করে ও তার বাড়ী থেকে ৬০ কেজি চাল জব্দ করায় তাকে ২ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আনন্দবাজার/শাহী