রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৩০ মে খুলবে বাণিজ্যিক বিতান ও শপিংমল

ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী শনিবার (৩০ মে) খুলে দেওয়া হবে বাণিজ্যিক বিতান ও শপিং মল। গত ২৫ মে থেকে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

এর আগে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর দোকান মালিক সমিতির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মহানগরের সব বাণিজ্য বিতান ও শপিং মল ঈদের দিন থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখা হবে। ফলে আগামী ৩০ মে শনিবার থেকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধি-নিষেধ মেনে আগের নিয়মেই প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

করোনাভাইরাস সংক্রমণরোধে দেশে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের সাধারণ ছুটি চলছে। আগামী ৩০ মে এ ছুটি শেষ হতে যাচ্ছে। টানা ছুটির কারণে ইতিমধ্যে দেশের অর্থনৈতিতে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

এখন সরকার করোনা পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার পথেই হাঁটছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজে ফেরাতে চান দেশের নীতি নির্ধারকরা। ফলে ৩০ মে’র পর ছুটি আর নাও বাড়াতে পারে। এখানেই অবসান ঘটতে পারে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের এ সাধারণ ছুটির।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার জানাবেন সিইসি

সংবাদটি শেয়ার করুন