ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে পানিবন্দী অর্ধশতাধিক পরিবার, নেই ঈদের আমেজ

সম্প্রতিক ঘুর্নিঝড় আম্পানের আঘাতে বেড়িবাধ ভেঙ্গে লবণ পানি দ্বারা প্লাবিত হয়ে, পানিবন্দী অবস্থায় আছে বাগেরহাট জেলার সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া নামক এলাকার অন্তত ৫০টি পরিবার।

গত ২০ মে সুপার সাইক্লোন আম্পানের আঘাতে দড়াটানা নদী সংলগ্ন বৈটপুর ভদ্রপাড়া এলকার পাশ দিয়ে যাওয়া গ্রাম রক্ষা বাধ (ওয়াবদা) এর বেড়িবাঁধ ভেঙ্গে যায়।সারেজমিনে দেখা যায়, ভদ্রপাড়া খেয়া এর ডান দিকে ভদ্রপাড়া বড় মসজিদ এর পাশেই এই ভাঙ্গন ঘটে। যার ফলে ওই দিন রাত থেকেই জোয়ারের পানি বাধাহীন ভাবে লোকালয়ে ডুকে পড়ে। একে একে ডুবতে থাকে স্থানীয়দের পুকুর, উঠান সহ আশপাশের সব কিছু। একপর্যায়ে পানি প্রায় ঘরের মেঝেতে উঠে যায়।

স্থানীয়রা জানান, ঘুর্নিঝড়ের ফলে বাধ ভেঙ্গে পানি লোকালয়ে ডুকে পড়ে। ঝড়ের পর থেকে পানি বাড়তে থাকে এবং অনেকের মেঝে পর্যন্ত উঠে আসে। গত কযেকদিন ধরে তারা বাইরেও যেতে পারছেন না। পিচের রাস্তায় জোয়ারের সময় হাটু পর্যন্ত পানি।অনেকের মাছের পুকু্র সহ অনেক ক্ষেত এবং খামার নষ্ট হয়েছে। গত ৫ দিন ধরে পানি বন্দী থাকার পর আজ ঈদ। পানিবন্দী অবস্থায় থাকায় তাদের মাঝে নেই কোন ঈদের আমেজ।

স্থানীয় ইউপি চেয়্যারমান জানান, যত দ্রুত সম্ভব কাজ শুরু করব। এই ঈদে জনবল একটু কম আছে তাই হয়তো কাজ শুরু করতে দেরি হচ্ছে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন