ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৯৭৫, প্রাণহানি ৫০০ ছাড়াল

 করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫০১ জনে দাঁড়াল। এছাড়া এসময় রেকর্ড ১ হাজার ৯৭৫ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৫৮৫ জনে।

সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৪৫১টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪৮টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ৪৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৭ হাজার ৩৩৪ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৫৫ লাখ ১৩ হাজার ৬৭১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৩ লাখ ৯ হাজার ২৯১ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৪৬ হাজার ৮৬৮ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ৯৯ হাজার ৩০০ জন।
যুক্তরাজ্য: ৩৬ হাজার ৭৯৩ জন।
ইতালি: ৩২ হাজার ৭৮৫ জন।
ফ্রান্স: ২৮ হাজার ৩৬৭ জন।
স্পেন: ২৮ হাজার ৭৫২ জন।
ব্রাজিল: ২২ হাজার ৭৪৬ জন।
বেলজিয়াম: ৯ হাজার ২৮০ জন।
জার্মানি: ৮ হাজার ৩৭১ জন।
ইরান: ৭ হাজার ৪১৭ জন।
মেক্সিকো: ৭ হাজার ৩৯৪ জন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন