ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

আজ পবিত্র এইদ-উল-ফিতর। কিন্তু প্রতি বছরের মত এ বছর নেই কোন আনন্দ-উল্লাস। করোনায় সব থমকে গেছে। ভাইরাস প্রতিরোধ করতে সবাই আজ গৃহবন্দী। তবে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে নিরলস পরিশ্রম করছে দেশের সরকার। অসহায় মানুষদের সহায়তা করতে পাশে দাঁড়িয়েছেন দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মিষ্টি-ফল উপহার দিলেন প্রধানমন্ত্রী। সকালে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত মুক্তিযোদ্ধাদের মিষ্টি এবং ফলমূল পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী প্রদান করেন তার ব্যক্তিগত সহকারী গাজী হাফিজুর রহমান লিকু। এ সময় মহামারী থেকে দেশবাসীকে রক্ষা এবং সংকট থেকে উত্তরণের জন্য সবার কাছে দোয়া চান মুক্তিযোদ্ধারা। সেই সাথে তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন ও তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন