বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এ যেন এক আনন্দহীন ঈদ

ঈদের নামাজের পর হাসিমুখে কোলাকুলির এই দৃশ্য প্রতিবছর দেখা গেলেও করোনা ভাইরাসের কারণে এবার আর তা হচ্ছে না। সবাইকে বজায় রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব।

এক মাস রোজা রাখার পর মুসলিমদের প্রাণের ঈদ এলেও মহামারি করোনাভাইরাসের কারণে তা নিরানন্দ হয়ে গেছে সব। ঈদের আনন্দের বদলে মানুষের মনে ভর করেছে আতঙ্ক আর দুশ্চিন্তা।

নানা ধরণের আতঙ্ক আর দুশ্চিন্তা নিয়ে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে অন্য বারে ঈদের নামাজ শেষ করে একজন আরেকজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার যে দৃশ্য দেখা যেত এবার তা দেখা যায়নি।

ঈদের নামাজ আদায় করা এক মুসল্লি বলেন, ঈদের দিনটা এমন হবে কোনোদিন ভাবতে পারিনি। রোজার শেষে ঈদ এসেছে, কিন্তু ঈদের সেই আমেজটা কোথাও নেই। ঈদের নামাজ পড়েছি আতঙ্ক নিয়ে।

তিনি বলেন, মহামারি করোনাভাইরাস আমাদের সকল আনন্দ কেড়ে নিয়েছে। কবে এই অবস্থা থেকে মুক্তি পাব তার ঠিক নেই।

ষাটোর্ধ্ব মমিনুল ইসলাম জানান, আমার বয়স কম হয়নি। যুদ্ধ, দুর্ভিক্ষ সবই জীবনে দেখেছি। তবে এমন দৃশ্য কখনো দেখিনি। কোনো যুদ্ধ নেই, হানাহানি নেই তবুও মানুষের মনে কোনো আনন্দ নেই। এ এক কঠিন মুহূর্ত।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঈদুল আযহায় ২৬ জুলাই থেকে শাবির অফিস বন্ধ

সংবাদটি শেয়ার করুন