ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের নামাজে সিজদা অবস্থায় ঈমামের মৃত্যু!

পরিবারের সাথে ঈদের আনন্দ করা হলো না ঈমাম আইয়ুব আলীর। আনন্দের দিনে পরিবারে সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার পরিবারে যেন আনন্দের পরিবর্তে এখন শুধুই শোকের মাতম।

এমনই ঘটনা সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদুল ফিতরের নামাজরত অবস্থায় ঈমামের মৃত্যু হয়েছে। নিহত ঈমাম আইয়ুব আলী (৭০) শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের মৃত দেরাজ আলী মুন্সীর ছেলে এবং শেলাচাপরি গ্রামের বাসিন্দা ছিলেন। জানা যায়, (২৫ মে) সোমবার সকালে শেলাচাপরি গ্রামের মসজিদে ঈদের নামাজ পড় অবস্থায় সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে রুপবাটি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, তিনি একজন অত্যান্ত ভালো মানুষ ছিলেন, তার এই মৃত্যুতে আমার গভীর ভাবে শোকাহত মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার এই মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন