ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় শেষ মুহূর্তে আতর-টুপির দোকানে উপচে পড়া ভিড়

ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবে পূর্ণ আয়োজনে প্রয়োজনীয় সব উপকরণ কেনাকাটা হলেও এখনও বাকি রয়েছে আতর-টুপির পর্বটি। তাই এসব কেনাকাটা সারতেই শেষ সময়ে দোকানে ভিড় করছেন ক্রেতারা।

রোববার (২৪ মে) দুপুরে বগুড়া শহরের নিউমার্কেটে অবস্থিত কেন্দ্রীয় বড় মসজিদ এলাকার আতর-টুপির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মত।

মার্কেট ঘুরে দেখা গেছে, অনেক ক্রেতারা তাদের পাঞ্জাবির রঙের সাথে মিলিয়ে টুপি পছন্দ করছেন। অন্যদিকে সুগন্ধি, আতরের দোকানে ক্রেতাদের হাতের ঘষা দিয়ে তা পরখ করিয়ে দিচ্ছেন বিক্রেতা। সবমিলিয়ে করোনার ভাইরাসের এই সংকটময় সময়ের মধ্যেও মানুষ ঈদ আনন্দটা পরিপূর্ণ করার চেষ্টায় ব্যস্ত।

শহরের বড় নিউ মার্কেটের এ এলাকাটি তুলনামূলক বড় না হলেও সময়ের সাথে সাথে গড়ে উঠেছে একাধিক দোকান। ঈদকে সামনে রেখে এসব দোকানে বিপুল পরিমাণ বাহারি ডিজাইনের টুপি ও দেশ-বিদেশের নামকরা সুমিষ্ট সুগন্ধি আতরের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ঈদ। এসময়ে তাদের বেচাকেনা বেড়ে যায়। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৃষ্ট পরিস্থিতিতে এ বছর বেচাকেনা আগের তুলনায় অনেকটাই কম। প্রতি বছর রমজানে বাহারি ডিজাইনের টুপি, দেশ ও বাইরের নামিদামি ব্র্যান্ডের আতর, সুরমা, জায়নামাজ, পাগড়ি, লাঠি, মেসওয়াক, ছোট-বড় রুমালসহ সব ধরনের আইটেমের পণ্য আমদানি করে থাকেন তারা। এবার করোনার কারণে অনেক কিছুই আগের মত হয়নি।

ক্রেতারা জানান, ঈদে কেনাকাটার তালিকার সব আইটেম কেনা শেষ হয়েছে তাদের। এখন আতর, টুপি, সুরমা কিনলেই পরিপূর্ণতা কেনাকাটায় আসবে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন