পুরো এক মাসের রোজা শেষে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। আর সবারই কমবেশি পরিকল্পনা থাকে ঈদ নিয়ে। কিন্তু দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আগামীকাল ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশের অধিকাংশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ মেঘলা থাকতে পারে।
আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ঢাকা ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আনন্দবাজার/এস.কে