প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। শনিবার (২৩ মে) দ্বিতীয়বারের মতো তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে।
এদুকে, এমপি শহীদুজ্জামানের একান্ত সচিব নুরুল আবছার জানান, একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো..শহীদুজ্জামান সরকার এমপি করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। গত ২০ মে শেষবার স্যারের নমুনা নেওয়া হয়। শনিবার ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গত ১৬ মের পরীক্ষাতেও নেগেটিভ এসেছিল।
আইইডিসিআর-এর নিয়ম অনুযায়ী, কারও করোনাভাইরাস ধরা পড়লে তাকে হাসপাতালে বা বাসায় সম্পূর্ণরূপে আইসোলেশনে রাখা হয়। উপসর্গ কমে গেলে আবার তার নমুনা পরীক্ষা করা হয়। পরপর দুটি পরীক্ষার ফল নেগেটিভ আসলে তাকে সুস্থ ঘোষণা করা হয়।
শহীদুজ্জামান সরকার জানান, সর্বশেষ নমুনা নেওয়ার তিনদিনের মাথায় রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন আগের চেয়ে ভালো আছি।
উল্লেখ্য, গত ১ মে শহীদুজ্জামান সরকার করোনা আক্রান্ত শনাক্ত হন। এরপর থেকে তিনি ন্যাম ভবনেই আইসোলেশনে ছিলেন।
আনন্দবাজার/শাহী